কী-বোর্ড শর্টকাট উইন্ডোজ 10

কিবোর্ডে উইন্ডোজ কি কোনো দিনই ব্যবহার করেনি এমন মানুষও রয়েছেন। এ কারণে এই কি-টি অনেকেই রাখতে চান না। যদিও আপনি ব্যবহার করেন কিংবা না করেন, এ কি-টির বহু কাজ রয়েছে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এ বাটনটির মাধ্যমে বহু কঠিন কাজ সহজ হয়ে যেতে পারে। এ লেখায় তুলে ধরা হলো উইন্ডোজ কি-টির কিছু শর্টকাট

earn money 10$ a day

⊞ Win — স্টার্ট মেনু ওপেন করা। উইন্ডোজ ৮.১-এ আগের উইন্ডো খোলা।
⊞ Win + A — অ্যাকশন সেন্টার খোলা (উইন্ডোজ ১০)
⊞ Win + B — নোটিফিকেশন এরিয়ার প্রথম আইকন সিলেক্ট। এরপর অ্যারো কি দিয়ে বিভিন্ন আইকনে যাওয়া যাবে।
⊞ Win + Ctrl + B — নোটিফিকেশন এরিয়ায় নতুন আসা কোনো প্রোগ্রামের মেসেজে যাওয়া।
⊞ Win + C – চার্ম বার শো করা (৮ ও ৮.১)। কর্টানা শো করা (উইন্ডোজ ১০)।
⊞ Win + D — ডেস্কটপ শো করা।
⊞ Win + E — উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করা।
⊞ Win + F — ফাইন্ড ফাইল অ্যান্ড ফোল্ডার।
⊞ Win + Ctrl + F — ফাইন্ড কম্পিউটারস ওপেন করা।
⊞ Win + G — গেম বার ওপেন করা।
⊞ Win + K — নতুন স্টার্ট মেনু ওপেন করা (উইন্ডোজ ৯ ও ৮.১)
⊞ Win + L — ব্যবহারকারী পরিবর্তন ও ওয়ার্কস্টেশন পাল্টানো।
⊞ Win + M — সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
⊞ Win + ⇧ Shift + M — মিনিমাইজ করা উইন্ডোজ রিস্টোর করা।
⊞ Win + O — ডিভাইসের ওরিয়েন্টেশন লক করা (ট্যাবের জাইরোস্কোপ বন্ধ করা)
⊞ Win + P — এক্সটার্নাল মনিটর ও প্রজেক্টরে দৃশ্য দেওয়া।
⊞ Win + Q — ইনস্টলকৃত অ্যাপে সার্চ চার্ম ওপেন করা।
⊞ Win + R — রান ডায়ালগ বক্স ওপেন করা।
⊞ Win + T — টাস্কবারের ফোকাস পাল্টানো
⊞ Win + U — ইউটিলিটি ম্যানেজার ওপেন করা।
⊞ Win + W — উইন্ডোজ ইনক ওয়ার্কস্পেস ওপেন করা।
⊞ Win + X — উইন্ডোজ মোবাইল অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন করা।
⊞ Win + Y — ইয়াহু মেসেঞ্জার ওপেন করা (যদি ইনস্টল করা থাকে)।



Post a Comment

0 Comments