কম্পিউটার ও মানুষের মধ্যে পার্থক্য হলাে কম্পিউটার যে কোন কাজের ফলাফল অতি দ্রুত গতিতে প্রদর্শন করে। কিন্তু মানুষ তা পারে না। তা সত্ত্বেও মানুষ কম্পিউটারের চেয়ে বুদ্ধিমান। কারন কম্পিউটার মানুষের হাতে গড়া একটি ইলেকট্রনিক্স যন্ত্র। তার চেয়ে বড় কারণ হলাে কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি নেই। মানুষ যদি তার স্মৃতি বা মেমােরীতে সফ্টওয়্যার সেট করে দেয় তাহলে সে ঐ সফ্টওয়্যারের সাহায্য নিয়ে আমাদের সামনে তথ্য প্রদান করবে। তার বেশী বা কম করবে না।
মানুষঃ
১. মানুষ সৃজনশীল। চিন্তা করতে পারে।
২. মানুষের কাজের গতি ধীর (Slow)।
৩. কাজ করার সময় ভুল হতে পারে।
৪. দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে না।
৫. কোন কাজের মাঝখানে প্রয়োজনে অন্য কাজ করতে পারে।
৬. মানুষের নির্দেশ পালন সঠিক হয় না।
৭. বুদ্ধি বিবেচনা দিয়ে সংযোজন ও সংশোধন করতে পারে।
৮. মানুষ প্রোগ্রাম তৈরি করতে পারে।
কম্পিউটারঃ
১. কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা শক্তি নেই।
২. কম্পিউটারের কাজের গতি দ্রুত।
৩. কাজ করার সময় ভুল হওয়ার সম্ভাবনা নেই।
৪. দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে।
৫. যে কাজ করতে নির্দেশ দেয়া হয় শুধুমাত্র সে কাজই করে।
৬. নিদর্শন পালন সঠিক হয়।
৭. বুদ্ধি বিবেচনা দিয়ে সংযোজন ও সংশোধন করতে পারে না।
৮. কম্পিউটার নিজে প্রোগ্রাম তৈরি করতে পারে না। মানুষের দেয়া প্রোগ্রাম অনুযায়ী কাজ করে।
Man Vs Computer |
মানুষঃ
১. মানুষ সৃজনশীল। চিন্তা করতে পারে।
২. মানুষের কাজের গতি ধীর (Slow)।
৩. কাজ করার সময় ভুল হতে পারে।
৪. দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে না।
৫. কোন কাজের মাঝখানে প্রয়োজনে অন্য কাজ করতে পারে।
৬. মানুষের নির্দেশ পালন সঠিক হয় না।
৭. বুদ্ধি বিবেচনা দিয়ে সংযোজন ও সংশোধন করতে পারে।
৮. মানুষ প্রোগ্রাম তৈরি করতে পারে।
কম্পিউটারঃ
১. কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা শক্তি নেই।
২. কম্পিউটারের কাজের গতি দ্রুত।
৩. কাজ করার সময় ভুল হওয়ার সম্ভাবনা নেই।
৪. দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে।
৫. যে কাজ করতে নির্দেশ দেয়া হয় শুধুমাত্র সে কাজই করে।
৬. নিদর্শন পালন সঠিক হয়।
৭. বুদ্ধি বিবেচনা দিয়ে সংযোজন ও সংশোধন করতে পারে না।
৮. কম্পিউটার নিজে প্রোগ্রাম তৈরি করতে পারে না। মানুষের দেয়া প্রোগ্রাম অনুযায়ী কাজ করে।
0 Comments