ইউটিউব ভিডিও কিভাবে SEO করা হয়?2021

 ইউটিউব ভিডিও কিভাবে SEO করা হয়?


পৃথিবীতে সবচেয়ে বেশি ভিজিট হয় প্রতিদিন এমন সব ওয়েবসাইটের মধ্যে ইউটিউব দ্বিতীয় স্থানে আছে।আপনি যদি সঠিকভাবে এইটার ব্যবহার করতে পারেন তবে আপনি খুব ভালো অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন। ইউটিউব থেকে ট্রাফিক ড্রাইভ করতে হলে আপনার ভিডিও অবশ্যই ইউটুব এর সার্চ বক্সে কেউ কোন কিছু সার্চ দিলে প্রথম পাতায় আসতে হবে অথবা রিলেটেড ভিডিও এর রিকমেন্ডেশনে আসতে হবে। ঠিক এই জন্যেই আমাদের ইউটিউব এসইও সম্পর্কে জানতে হবে।

এসইও শুরুই হয় আপনার তৈরী করা ভিডিও ইউটিউব এ আপলোড করার পর। গুগল এর মতন ইউটিউবেও কিন্তু র‍্যাঙ্কিং এর বিষয় আছে।

সুতরাং আপনার ভিডিও ইউটিউবে র‍্যাঙ্ক করতে কি কি বিষয় মাথায় রাখতে হবে তা আজকের এই ব্লগের আলোচনায় থাকছে।

ইউটিউব এসইও কিভাবে কাজ করে?

যেহেতু ইউটিউব হচ্ছে গুগলের পাটনার তাই আপনি যদি সঠিক ভাবে অপ্টিমাইজ করতে পারেন তাহলেই ভিডিও খুব দ্রুত ক্রল হয়ে থাকে। ওয়েবসাইট এর জন্য যেভাবে সাইটম্যাপ ও অন্যান্য বিষয় লক্ষ্য রাখতে হয় ইনডেক্স এর জন্য কিন্তু ইউটিউব ভিডিও এর জন্য আপনাকে সাইটম্যাপ সাবমিট করতে হয় না আপনি শুধু মেটা ডেসক্রিপশন, ট্যাগ, সাব-টাইটেল এর ব্যবহার, আকর্ষণীয় ও রিলেভেন্ট থাম্বনেইল এর ব্যবহার ও প্লেলিস্ট এর ব্যবহার করলেই ক্রলার দ্রুত ক্রল করে নিবে।

অনেকে ইউটিউবে একটি চ্যানেল খোলার পর ঠিক বুঝতে পারেন না ইউটিউবে ভিউ বাড়বে কিভাবে?ইউটিউব চ্যানেলটির দ্রুত কি ভাবে সাবস্ক্রাইবার বাড়বে?

এর জন্য দরকার সঠিক ইউটিউব এসইও (YouTube SEO ). ইউটিউব এসইও এর জন্য কিছু পদ্ধতি আছে।

  • কিওয়ার্ড রিসার্চ
  • সঠিক ইউটিউব টাইটেল নির্বাচন
  • সঠিক ইউটিউব ট্যাগ ব্যবহার
  • উপযুক্ত ইউটিউব ডেসক্রিপশন
  • ইউটিউব Retention রেট

  • ইউটিউব ওয়াচ টাইম
  • ইউটিউব কমেন্ট
  • সঠিক thumbnail ব্যাবহার
  • শক্তিশালী ব্যাকলিংক
  • ইউটিউব Video Embed
  • ভিডিও সব সময় এমন topic বা বিষয়ে বানাবেন যে বিষয়ে ইউটিউবে অনেক সার্চ লোকেদের দ্বারা হয়।

    ১. ভিডিও টপিক বা keyword ভালোকরে বেছেনিন

    ২. ভিডিও description এবং title এ keyword এর ব্যবহার করুন

    ৩. নিজের ভিডিওতে SEO TAGS (ট্যাগ্) এর ব্যবহার

    ৪. আপলোড করার আগেই Video file name change করুন

    ৫. ‍ভিডিও ডিসক্রিপশন এসইও ফ্রেন্ডলি হতে হবে

    যদিও এটা একটি সামগ্রিক বিষয় তা সত্বেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম 

আপনার ইউটিউব ভিডিওতে ব্যাকলিঙ্ক

ইউটিউবে আপনার ভিডিও প্রচারের জন্য ব্যাকলিঙ্কগুলি কেন গুরুত্বপূর্ণ?

ব্যাকলিঙ্কগুলি সক্রিয় হাইপারলিঙ্কস যা বিভিন্ন ওয়েবসাইট এবং সংস্থানগুলিতে স্থাপন করা হলে ভিডিও সহ মূল পৃষ্ঠাটি উল্লেখ করে। এগুলি ইউটিউবে ভিডিও প্রচারের কার্যকর সরঞ্জাম, দ্রুত দেখা বাড়াতে সহায়তা করে। ব্যাকলিঙ্ক করুন ।


Post a Comment

0 Comments