আপনি ভালো থাকেন আইন এই আশা নিয়ে আমার আজকের পোস্ট কেমন কম্পিউটার কিনবেন যা সারাজীবন কাজে লাগবে।
আমি এই পোস্ট করার উদ্দেশ্য দেখে শুনে নিজের মতো করে ভাল মানের কম্পিউটার কিনবেন বা কিনতে পারেন তাই।
কম্পিউটার কেনার আগে যা মাথায় রাখবেন
- আপনার কম্পিউটার কিনার আগে প্রথমে চিন্তা করবেন
- আপনার কেমন কম্পিউটার দরকার ল্যাপটপ না ডেক্সটপ।
- আপনি নির্ধারণ করুন আপনি কোন কাজ কম্পিউটার এ বেশি করবেন
- যদি ভারি কোনো কজ করেন তাহলে রাম এবং প্রসেসর ভাল মানের কিনতে হবে।
- ভারি কাজ বলতে বুজাতে চাচ্ছি গ্রাফিক্স ডিজাইন অডিও ভাডিও এডিট আরও বিভিন্ন রকমের কাজ
****আর যদি নরমাল ব্যবহার কারি হন বা গান শুনবেন নেট চালাবেন
তাহলে হার্ডডিস্ক একটু ভালমানের বা বেশি যায়গা ওয়ালা কিনবেন।
তাহলে হার্ডডিস্ক একটু ভালমানের বা বেশি যায়গা ওয়ালা কিনবেন।
বাজেটঃ
আপনাকে অবশ্যই চাহিদা অনুযায়ী বাজেট করতে হবে ।
কেমন বাজেট করবেন তার ধারনা নিচে দেওয়া হবে
কেমন বাজেট করবেন তার ধারনা নিচে দেওয়া হবে
কম্পিউটার কিনতে যাওয়ার সময় লক্ষ রাখবেন
১ যেখান থেকে কিনছেন, সেই দোকান আপনার বাসা থেকে কতটুকু দুরুত্তে অবস্থিত।
কাছের দকান থেকে কম্পিউটার কিনবেন তাহলে কম্পিউটার এ সমস্যা হলে
দ্রুত যোগাযোগ করা যাবে।এক্ষেত্রে ভালো সুবিদা পেতে পারেন।
২ দোকানদার কেমন গ্রাহক সেবা দেয় জেনেনিন। এক্ষেত্রে পরিচিত দোকানিরা মোটামুটি ভালো হবে।
৩. আপনি কম্পিউটার সংযোগ না করতে পারলে প্রসেসর, রাম হার্ডডিস্ক মাদারবোর্ড, গ্রাপিক্স কার্ড এগুলি এক দোকান থেকে কিনবেন। তারাই এগুলো সঠিকভাবে সংযোগ করে দিবে।
কাছের দকান থেকে কম্পিউটার কিনবেন তাহলে কম্পিউটার এ সমস্যা হলে
দ্রুত যোগাযোগ করা যাবে।এক্ষেত্রে ভালো সুবিদা পেতে পারেন।
২ দোকানদার কেমন গ্রাহক সেবা দেয় জেনেনিন। এক্ষেত্রে পরিচিত দোকানিরা মোটামুটি ভালো হবে।
৩. আপনি কম্পিউটার সংযোগ না করতে পারলে প্রসেসর, রাম হার্ডডিস্ক মাদারবোর্ড, গ্রাপিক্স কার্ড এগুলি এক দোকান থেকে কিনবেন। তারাই এগুলো সঠিকভাবে সংযোগ করে দিবে।
কেমন কম্পিউটার আপনার দরকার:
প্রসেসর ঃ
কম্পিউটারের প্রধান যন্ত্র। এটিই মুলত কম্পিউটারের সকল কাজ করে ।একেই মুলত আমরা সিপিউ বলি। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রসেসর ইন্টেল{INTEL} {PENTIUM}দুটাই ব্যবহার করা যায়, তবে সবচেয়ে ভাল ইন্টেল{ INTEL}
কম্পিউটার এ প্রসেসর সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১. প্রসেসরের ক্লক স্পীড কত, সেটা লক্ষ্য করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে। যেমন ২.৫hz থেকে৩.৫hz।
এইটা মুলত বাজেট এবং চাহিদার উপর নির্ভর করে
১. প্রসেসরের ক্লক স্পীড কত, সেটা লক্ষ্য করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে। যেমন ২.৫hz থেকে৩.৫hz।
এইটা মুলত বাজেট এবং চাহিদার উপর নির্ভর করে
২. প্রসেসরের সিরিজ কী, সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে, স্পিড তত প্রসেসর সিরিজ গুলোর মধ্যে, কোর ২ কোয়াড্, কোর ২ ডু । ডুয়েল কোর । আবার কোর প্রসেসর গুলোর মধ্যে উন্নত প্রসেসর হল কোর i7, কোর i5, কোর i3,
আই সিরিজ এর প্রসেসর খুব ভাল তবে এগুলি বেশ দামি প্রসেসর।
আই সিরিজ এর প্রসেসর খুব ভাল তবে এগুলি বেশ দামি প্রসেসর।
মাদারবোর্ড ঃ
এই বোর্ডটিতেই কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত থাকে, তাই একে মাদার বোর্ড বলাহয়
কম্পিউটার এর ব্যাপারে মাদারবোর্ড অনেক গুরুত্বপূর্ণ
মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হল: গিগাবাইট, আমআসাই{MSI} আসুস এবং এআমডি{AMD} ফক্সকন এলিগ বাওস্টার ইত্যাদি।
মাদারবোর্ড নতুন হল ইউএসবি 3.0সম্বলিত মাদারবোর্ড। ইউএসবি 3.0 পোর্ট বিশিষ্ট মাদারবোর্ড এর দাম কিছুটা বেশি হবে।
কম্পিউটার এর ব্যাপারে মাদারবোর্ড অনেক গুরুত্বপূর্ণ
মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হল: গিগাবাইট, আমআসাই{MSI} আসুস এবং এআমডি{AMD} ফক্সকন এলিগ বাওস্টার ইত্যাদি।
মাদারবোর্ড নতুন হল ইউএসবি 3.0সম্বলিত মাদারবোর্ড। ইউএসবি 3.0 পোর্ট বিশিষ্ট মাদারবোর্ড এর দাম কিছুটা বেশি হবে।
মনিটরঃ
মনিটরের জন্য ভালো ব্র্যান্ড গুলো হচ্ছে: সামসাং এলজি, ফিলিপ্স ,এইচপি ।ইত্যাদি। মনিটর কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
এলসিডি মনিটর কিনলে ভালো হয় তাবে লক্ষ রাখবেন:মনিটর ওয়াইড হলে গান মুভির জন্য ভাল।
কাজের জন্য স্কয়ার মনিটর ভালো।
লক্ষ রাখবেন মনিটরে জেন টিভি থাকে। এটি কম্পিউটারের মনিটর এবং টিভির ২ ইন ওয়ান কাজ করে। টিভি কার্ড না থাকলে আপনি আলাদা টিভি কার্ড কিনতে পারবেন।
রেম ও কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে সাহায্য করে। রাম এর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে: ট্রান্সকাণ্ড টুইনমাস ।
রেম কেনার সময় মনে রাখবেন:
১. রেম এর মাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়বে। মানে, 1 GB রামএর চেয়ে 2 GB রাম এর স্পিড বেশি হবে।
২. রেম এর বাস ফ্রিকোয়েন্সি বেশি হলে রেম এর ক্ষমতা বাড়বে। /RAM
রেম কেনার সময় মনে রাখবেন:
১. রেম এর মাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়বে। মানে, 1 GB রামএর চেয়ে 2 GB রাম এর স্পিড বেশি হবে।
২. রেম এর বাস ফ্রিকোয়েন্সি বেশি হলে রেম এর ক্ষমতা বাড়বে। /RAM
কম্পিউটারের তথ্য এতে জমা থাকে। হার্ডডিস্ক এর ভালো ব্র্যান্ড হচ্ছে, সামসাং, TRANSCEND ওয়েস্টার্ন ডিজিটাল ইত্যাদি।
হার্ডডিস্ক কেনার সময় কতোগুলো বিষয় লক্ষ্য রাখবেন:
১. সাধারণভাবেই, হার্ডডিস্ক এর স্টোরেজ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য জমা রাখা যাবে। বাজারে ১৬০গিগাবাইট থেকে শুরু করে ৩ ট্যারাবাইট হার্ডডিস্ক পাওয়া যায়।
২. হার্ডডিস্ক এর RPM বেশি হলে দ্রুত কাজ করবে ফাইল ট্রান্সফার ততো তাড়াতাড়ি হবে।
হার্ডডিস্ক কেনার সময় কতোগুলো বিষয় লক্ষ্য রাখবেন:
১. সাধারণভাবেই, হার্ডডিস্ক এর স্টোরেজ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য জমা রাখা যাবে। বাজারে ১৬০গিগাবাইট থেকে শুরু করে ৩ ট্যারাবাইট হার্ডডিস্ক পাওয়া যায়।
২. হার্ডডিস্ক এর RPM বেশি হলে দ্রুত কাজ করবে ফাইল ট্রান্সফার ততো তাড়াতাড়ি হবে।
সিপিউ কেসিংঃ
কেসিং হল সিপিও সাজিয়ে রাখার জন্য বক্স। কেসিং এর জন্য ব্র্যান্ড অতটা গুরুত্বপূর্ণ নয়। নিচের বিষয়টি লক্ষ্য করবেন:
১. কেসিং এর দাম মোটামুটি কম হয়। পাওয়ার সাপ্লাই এর ইউনিট এর ওয়াট বেশি হলে কেসিং এর দাম একটু বেশি হয় ।যে কোন পাওয়ার সাপ্লাই কিনতে পারেন।তবে বেশি পাওয়ার ওয়ালা কিনলে ভালো হয় কারন বেশি পাওয়ারের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড, বড় স্ক্রিনের মনিটর ব্যবহার করার জন্য বেশি মানের এর পাওয়ার সাপ্লাই লাগে।
সিডি/ডিভিডি প্লেয়ার
সিডি/ডিভিডি প্লেয়ার/রাইটার এর জন্য ভালো ব্র্যান্ড হল: সামাসাং,আসুস।
সিডি ডিভিডি প্লেয়ার এর ক্ষেত্রে কমবো বা ডিভিডি রইটার কিনলে ভালো হয়।
সিপিউ কেসিংসিপিউ কেসিং
কী-বোর্ড কম্পিউটারের সবচেয়ে বাবহারিত ডিভাইস । কী-বোর্ড কিনার জন্য ভালো ব্র্যান্ড হল: এফোরটেক, ডিলাক্স,মারকারি ইত্যাদি। কী-বোর্ড
কেনার সময় লক্ষ্য করবেন বাংলা ফ্রন্ট আছে কিনা।
কেনার সময় লক্ষ্য করবেন বাংলা ফ্রন্ট আছে কিনা।
মাউসঃ
কম্পিউটার এ গুরুত্বপূর্ণ ডিভাইস মাউস। কিনার জন্য ভালো ব্র্যান্ড হল: এফোরটেক, ডিলাক্স,মারকারি ইত্যাদি।
ইউপিএস ঃ
ইউপিএস ঃ
কম্পিউটারের জন্য UPS যে অপরিহার্য । ইউপিএস
ইউপিএস এর জন্য পাওয়ার ট্রি ব্যবহার করতে পারেন।
ইউপিএস
বেশি পাওয়ার এর কিনলে ভালো হয়
ইউপিএস এর জন্য পাওয়ার ট্রি ব্যবহার করতে পারেন।
ইউপিএস
বেশি পাওয়ার এর কিনলে ভালো হয়
অতিরিক্ত যন্ত্রাংশ সমুহঃ
টিভি কার্ড ঃ
কম্পিউটারের মনিটরকে একই সাথে টিভি দেখার কাজে ব্যবহার করতে প্রয়োজন। LCD/LED টিভির মূল্য বেশি বলে অনেকেই LCD MONITOR এবং TV CARD কিনে টিভি দেখার পদ্ধতির দিকে ঝুঁকছেন। তবে টিভি দেখাই যদি হয় আপনার উদ্দেশ্য, তবে LCD/ LED TV MONITOR ই কিনুন। এতে ফলাফল ভালো পাবেন। TV CARD এর সুবিধা হল, এর মাধ্যমে আপনি শুধু টিভিই দেখতে পাবেন না, অনুষ্ঠানও রেকর্ড করে আপনার হার্ডডিস্ক এ জমা করে রাখতে পারবেন। TV TUNER অবশ্যই মনিটরের রেজ্যুলেশন এর সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে। শপ এ আপনার মনিটরের রেজ্যুলেশন বা মডেল বললেই তারা সঠিক টিভি কার্ড বেছে দিতে পারবেন। TV CARD এর জন্য ভালো ব্র্যান্ড হল: AVERMEDIA, REAL VIEW, GADMEI ইত্যাদি।
স্পিকার:
কম্পিউটারে বাবহারিত ডিভাইস। গানের চাহিদা অনুযায়ী নিবেন। ২:১ এর স্পিকার হল মোট তিনটি স্পিকারের সমষ্টি, যার মধ্যে একটি বড় এবং অন্য দুইটি ছোট। বড়টি হল উফার এবং ছোটটি হল সাব উফার ভালো মানের স্পিকার চাইলে ৫:১ আরও ভালো চাইলে ৭:১
কিন্তে পারেন। স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হল ক্রীয়েটিভ, মাইক্রোল্যেব।
কিন্তে পারেন। স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হল ক্রীয়েটিভ, মাইক্রোল্যেব।
এক্সপ্রেস কার্ড বা গ্রাফিক্স কার্ড ঃ
গ্রাফিক্স ডিজাইনিং গেম খেলার জন্ন ভালো গ্রাফিক্স কার্ড দরকার। গ্রাফিক্স কার্ডের মধ্যে ভালো ব্র্যান্ড হল: আসুস, গিগাবাইট, ।
গ্রাফিক্স কার্ড কিনবেন হয় স্পীড দেখে যেমন ১ গিগা ২ গিগা ।
গ্রাফিক্স কার্ড এর জন্য ক্লক পালস বেশি থাকা ভালো কাজের সুভীদা হয়।
ধন্যবাদ ভাল থাকবেন।
গ্রাফিক্স কার্ড কিনবেন হয় স্পীড দেখে যেমন ১ গিগা ২ গিগা ।
গ্রাফিক্স কার্ড এর জন্য ক্লক পালস বেশি থাকা ভালো কাজের সুভীদা হয়।
ধন্যবাদ ভাল থাকবেন।
0 Comments