এখন প্রায় সময়ই দেখা যায় মাউসে সিঙ্গেল ক্লিক করলে ডাবল ক্লিক লেগে যায়, আবার অনেক সময় দেখা যায় দুই তিনটা ক্লিক করলেও ঠিক মতো ক্লিক লাগেনা। আজকে আমি আপনাদের দেখাবো জরুরী মূহুর্তে এই ধরনের সমস্যা হলে মাউস বাদ দিয়ে কিভাবে কিবোর্ড কেই মাউসে রূপান্তরিত করে কাজ চালিয়ে যাবেন।
তাহলে চলুন কথা না বারিয়ে কাজে লেগে পরি। প্রথমেই আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Num Lock, off করে রাখুন। এবার কিবোর্ড থেকে এক সাথে Alt +shift+num Lock চাপুন। tab বাটন চেপে yes সিলেক্ট করুন।
এবার কিবোর্ড এর num Lock, on করুন, এবার num lock এর অন্তর্ভুক্ত থাকা বাটন গুলো চাপ দিয়ে দেখুন আপনার কিবোর্ডটি মাউসে রূপান্তরিত হয়ে গেছে। ধন্যবাদ
0 Comments