ব্লগস্পটে কোন থিমটি ভালো হবে?

 ব্লগস্পটে কোন থিমটি ভালো হবে?

ব্লগারে যে থিমগুলি ডিফল্ট ভাবে দেওয়া আছে সেগুলি একেবারে ফেলে দেওয়ার মতো না। কিন্তু আপনি যদি অন্য কোন থিম ডাউনলোড করে আপলোড করতে চান তাহলে যেসব বিষয় গুলি মাথায় রাখবেন:

ব্লগস্পটে কোন থিমটি ভালো হবে computer ekush


  1. Make A List Of The Features
  2. Simple and Clean Design
  3. Easier Navigation Options
  4. Color Combinations
  5. Mobile responsiveness: Google's Mobile-Friendly Test
  6. Readability of Content
  7. SEO Friendly & Page Loading Speed: Google's PageSpeed Insights
  8. Adsense Friendly / Advertisement Space
  9. Web Browser Compatibility
  10. Consider Buying a Premium Theme
  11. Ratings & Customer’s Feedback, etc.

উপরের বিষয়গুলোর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে।

কিন্তু আমি যখন ফ্রি থিম গুলি বাছাই করছিলাম তখন হয়তো পেজ লোডিং স্পীড অনেক কম, design পছন্দ না হওয়া বা অন্য কোনো সমস্যার কারণে সঠিকভাবে বাছাই করতে পারি নাই। ফলে, ব্লগারের ডিফল্ট Contempo থিম use করছি।

এছাড়া, আমার মনে হয় ব্লগিং শুরু করার আগে বেসিক এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানা উচিত। তাহলে আপনি আপনার প্রয়োজন মত অনেক কিছু চেইঞ্জ করে নিতে পারবেন।

তবে মাথায় রাখবেন Contents is King!

ব্লগিং বিষয়ে কোনো হেল্প লাগলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন!

Happy Blogging!

Post a Comment

0 Comments