HTML এর সুবিধা ও অসুবিধা কি কি?

HTML এর সুবিধা ও অসুবিধা কি কি?

 
কম্পিউটার একুশ 
ই নোটগুলো আমি বিশেষ করে লিখছি একাদশ ও দ্বাদশ   শ্রেণীর শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য। এখানে যে  বিষয় নিয়ে আমি আলোচনা করছি তা পড়লে আপনাদের পাঠ্যবইয়ের বাইরে নয়। আমি খুব সহজ ভাষায় এবং প্রয়োজনীয় বিষয় আলোচনা করার চেষ্টা করছি।


HTML এর সুবিধা ও অসুবিধাঃ

সুবিধাঃ
  1. Html সহজে ব্যহার করা যায় এবং Html দ্বারা  তৈরীকৃত  পেইজ সহজে লোড হয়।
  2. কোন পেইজের তথ্যকে যেকোন স্থানে সরানো যায়।
  3. প্রতিটি ব্রাউজার Html সমর্থন করে।
  4. শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।
  5. পেইজের সাইজ কম হয়ার খরচ কম পড়ে।
  6. যেকোন টেক্সট এডিটরে এডিট করা যায়।
  7. Html সবার জন্য উন্নুক্ত।
  8. সহজে আকর্ষনীয় ওয়েবপেইজ তৈরী করা যায়।
  9. Css,php,javascript,Asp,Jsp  প্রভৃতি প্রোগ্রামিং টুলস সমর্থন করে।
  10. 10ওয়েব ফরম ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের ফরমেটিং করা যায়।
 অসুবিধাঃ
  1. Html স্ট্যাটিক পেইজ তৈরী করতে পারে কিন্তু ডাইনামিক পেইজ পেইজের জন্য Html ব্যবহার করা যায় না।
  2. সাধারন ওয়েবপেইজ তৈরির জন্য প্রচুর কোড লিখতে হয়।
  3. Html এর নিরাপদ ব্যবস্থা দূর্বল।
  4. বেশি কোড লেখা যুক্ত ওয়েবপেইজ চালানো বেশিরভাগ জটিলতার সৃষ্টি করে।

Post a Comment

0 Comments