মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কি?

 মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট কি?

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হচ্ছে অনেক গুরুত্বপুর্ন এবং মজার একটি অংশ। মাইক্রোসফট অফিসের এই অংশে আপনি এক বা একাধিক স্লাইডের মাধ্যমে আকর্ষনিয় বিভিন্ন পেজেন্টেশন তৈরি করতে পারবেন। 

Computer Ekush


আগে যে কাজ গুলো হাতে কলমে করতে হতো এখন সেটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে আপনি সহজেই করতে পারবেন। মনে করুন আপনাকে কোন কাজের রিপোর্ট দিতে হবে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে আপনি ছবি সহ বিভিন্ন তথ্য দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখাতে পারেন। 


হাতে কলমে কাজ করার চাইতে এটা দিয়ে কাজ করলে সেটা অনেক আকর্ষনিয় ও মানসম্মত হয় এবং যে দেখবে সে সহজেই ব্যাপারটি বুঝতে পারবে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে অফিস অথবা কলেজের প্রেজেন্টেশন তৈরি করা, স্লাইড আকারে নিজের জীবনবৃতান্ত তৈরি করা, কোন স্থান বা দেশের ডকুমেন্টরি তৈরি করা, এমনকি ভিডিও পর্যন্ত তৈরি করা যায় মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট দিয়ে।

Post a Comment

0 Comments