মাইক্রোসফট এক্সেস কি?

 মাইক্রোসফট এক্সেস কি?

মাইক্রোসফট এক্সেস হচ্ছে ডাটাবেজ সম্পর্কিত অংশ। এর মাধ্যমে আপনি কোন একটি ডকুমেন্ট যেখানে অসংখ্য তথ্য আছে তার সাথে কোন সফটওয়্যার সংযুক্ত করে অনেক জটিল কাজ সহজেই করতে পারবেন। ধরুন আপনাকে কোন হাসপাতালের ঔষুধ এর সম্পুর্ন তথ্য হিসাব সহকারে রাখতে হবে। এক্ষেত্রে আপনি সবগুলো ঔষুধের নাম লিখে ডাটাবেজ তৈরি করে রাখতে পারবেন। এরপর যখন প্রয়োজন হবে শুধু সেই ঔষুধের নাম সার্চ করলেই সেটির সব তথ্য দেখতে পাবেন যে কতগুলো ছিল এবং কতগুলো আছে। মুলতো মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে অনেক জটিল কাজ সহজেই করা যায়।

 

Computer Ekush

শিখতে কতদিন সময় লাগবে?

প্রতিদিন ২-৩ ঘন্টা করে সময় দিলে আশা করি ২-৩ মাসের মধ্যে সবকিছু ভালভাবে শিখতে পারবেন। তবে অবশ্যই মনযোগ দিয়ে শেখার মত শিখতে হবে। কারন মাইক্রোসফট অফিস শেখার কোন বিকল্প নেই। জিবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজনিয়তা আপনি উপলব্ধি করবেন।

 

এটা শিখে কোথায় কাজ করবো?

আগেই কয়েকবার বলা হয়েছে আপনার বেশিরভাগ কাজেই এর প্রয়োজন পরবে। অর্থা কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন মার্কেটপ্লেস যেখানেই যাবেন সেখানেই মাইক্রোসফট অফিস জানা আপনার জন্য আবশ্যক। তাই এ কাজ আপনাকে শিখতেই হবে।

Post a Comment

0 Comments