কিভাবে ব্লগিং করতে হবে একটি নমুনা দেবেন কি?

কোন একটি ব্লগে ব্লগার যে মতামত বা লিখা প্রকাশ করেন একে বলা হয় ব্লগিং। ব্লগিং এর জন্য দেশ-বিদেশে রয়েছে অনেক ধরনের ব্লগ যেমন টেকপ্রিয়.নেট কোন কোন ব্লগে যে কেউ নিবন্ধন করে তাদের দৈনন্দিন জীবন/প্রযুক্তির তথ্য ইত্যাদি বিষয় নিয়ে লিখতে পারেন এবং সারা বিশ্বের মানুষজন তাদের সেই লিখা পড়তে পারেন বিনামূল্যে। বর্তমানে ব্লগিং এর মাধ্যমে উপার্জন এর ধারনাটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যেমন কোন পন্যের রিভিঊ লিখে বা প্রচার এর মাধ্যমে আপনি পণ্যটির প্রসার ঘটাতে সাহায্য করার কারনে আপনিও কিছু টাকা উপার্জন করতে পারবেন। ব্লগিং এর নির্দিষ্ট কোন বিষয় হয়না বরং এটি একজন ব্লগার এর ইচ্ছের উপর নির্ভর করে থাকে। সবশেষে একটি কথাই বলা যায় যে, ব্লগ এর পরিধি যেভাবে বেড়ে চলেছে তাতে একসময় ফেসবুক ও পিছিয়ে পড়তে পারে। চারিদিকে আজ ব্লগের জয়ধবনি যা একদিনে হয়নি, তেমনি একজন ব্লগার ও একদিনে হয়না, প্রয়োজন সময়। কিছু টিপস মেনে চললে আপনিও হতে পারেন একজন সফল ব্লগার এবং মানুষের মনে করে নিতে পারেন আপনার স্থান।

computerekush.blogspot.com


ব্লগার হিসেবে জনপ্রিয়তার বুলেটপ্রুফ কিছু টিপস

১. ব্লগ লিখতে অবশ্যই সর্বজনবোধ্য ভাষারীতি ব্যবহার করতে হবে।

২. ব্লগিং এর মাধ্যমে অবশ্যই আত্মঘাতী কোন লেখা প্রকাশ করা উচিত নয়।

৩. কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন লেখা প্রকাশ করা ঠিক নয় এতে বিবাদের সৃষ্টি হতে পারে।

৪. কোন টিপস লিখার আগে অবশ্যই নিজে চেষ্টা করে দেখতে হবে টিপসটি কার্যকরী কিনা।

৫. টিঊটোরিয়াল লিখার সময় প্রয়োজনীয় তথ্য এবং সম্ভব হলে সচিত্র টিউটোরিয়াল লিখুন।

৬. ব্লগে লিখার সময় কপি/পেস্ট পদ্ধতি আপনার জনপ্রিয়তার পথে বাধা হতে পারে তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করুন এবং যদি প্রকাশ করেন তবে অবশ্যই সে লেখাটির যথাযথ রেফারেন্স পোস্টের সাথে সংযুক্ত করুন।

৭. অন্যের লেখা চুরি করা বা নিজের নামে চালিয়ে দেয়াটা কোন বুদ্ধিমান ব্লগার ভাইয়ের কাজ হতে পারেনা। আর একজন চোরকে পাঠক সমাজ কখনোই ব্লগার হিসেবে মেনে নেবেন না। তাই ব্লগ ভর্তি করার জন্য বা পেজ ভিউ বাড়ানোর জন্য ভুলেও অন্যের লেখা চুরি করবেননা। অন্যের লেখা চুরিকে সাধারনত প্লাগিরিজম ( plagirism ) নামে অভিহিত করা হয়ে থাকে। তবে সম্ভব হলে অন্যের লেখা অনুমতি সাপেক্ষে শেয়ার অথবা রেফারেন্স উল্লেখ করে আপনার ব্লগে যুক্ত করতে পারেন।

৮. প্রতিদিন ব্লগে নিত্যনতুন প্রয়োজনীয় তথ্য প্রকাশ করুন এতে আপনার ব্লগ এবং ব্লগার হিসেবে আপনিও দ্রুত জনপ্রিয়তা লাভ করবেন।

ব্লগিং এর সেরা ১২ টি সাইট

ব্লগার ডট কম

ওয়েবসাইট : ব্লগার ডট কম ব্লগ প্রকাশ করার জন্য অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম যেখানে এককভাবে বা যৌথভাবে আপনি সময়ের ক্রমানুসারে ব্লগ প্রকাশ করতে পারবেন। ব্লগার ডট কম তৈরী হয়েছে ২০০৩ সালে । সাধারণত ব্লগ গুলো গুগল এ হোষ্ট করা থাকে । তবে ব্লগার ডট কম এফটিপির মাধ্যমে অন্য হোষ্টেও ব্লগ প্রকাশ করতে পারবেন । ব্লগিং সাইট হিসাবে ব্লগার ডট কম ই আমার প্রথম পছন্দ।

ওয়ার্ডপ্রেস

ওয়েবসাইট : ২০০৫ সালের আগষ্টে বিটা টেষ্টিং সাইট হিসাবে এবং নভেম্বর ২১ ২০০৫ সালে অটোম্যাটিক কর্তৃক প্রকাশিত ওয়ার্ডপ্রেস ডট কম মুলত ওয়েব ব্লগ হোষ্টিং সরবরাহকারী। এটি সম্পুর্ণ ওপেন সোর্স সফটওয়ার ওয়ার্ডপ্রেস কৃর্তক প্রকাশিত। ব্লগিং প্লাটফর্ম হিসাবে আমার দ্বিতীয় পছন্দ ওয়ার্ডপ্রেস ডট কম।

টাম্বলর

ওয়েবসাইট : টাম্বলর মুলত মাইক্রোব্লগিং প্লাটফর্ম যেখানে ব্যবহারকারীরা লেখা, ভিডিও, ছবি, লিংক , উক্তি অডিও ইত্যাদি আপলোড করতে পারেন। ব্যবহারকারীরা একজন আর একজনকে অনুসরন করতে পারেন। এই সেবাটি মুলত সহজ ব্যবহারের উপর গরুত্ব প্রদান করে।

মিডিয়াম

ওয়েবসাইট : এই ব্লগিং প্লাটফর্মটি প্রতিষ্টা করেন টুইটারের প্রতিষ্টাকালিন সদস্যদের ২ জন মিলে। ইভ উইলিয়াম এবং বিজ স্টোন ব্লগিং এর অতিরিক্ত সুবিধা যোগ করার জন্য এই প্লাটফর্মটি প্রতিষ্ঠা করেন। টুইটারের মাধ্যমে লগইন করার মাধ্যমে আপনি কমেন্টস ও ব্লগিং করতে পারবেন । আপনি যদি ব্লগিং এ নতুন হন এবং পাঠকের সাথে যুক্ত হতে চান তবে এই প্লাটফর্মে যুক্ত হতে পারেন ।

লাইভ জার্নাল

ওয়েবসাইট : লাইভজার্ননাল মুলত অনলাইন কমিউনিটি যেখানে ব্যবহারকারীরা ব্লগ, প্রকাশনা বা ডায়েরি লিখেন। লাইভজার্নাল একটি ফ্রি ও সোর্স সার্ভার সফটওয়্যার । লাইভজার্নাল ব্লগিং প্রযুক্তির মধ্যে একাধিক লেখক, কমেন্টস, , জরিপ অন্তর্ভুক্ত। লাইভ জার্নালের সোশ্যাল কমিউনিটি ফিচার অন্যান্য ব্লগিং প্লাটফর্ম থেকে আলাদা করেছে ।

কুরা

ওয়েবসাইট : কুরা মুলত প্রশ্ন উত্তর ভিত্তিক সাইট যেখানে ব্যবহারকারীরা প্রশ্ন করেন এবং অন্যান্যরা উত্তর দেন। এটি অনেকটা ইয়াহু এবং স্টকওভারফ্লো এর মত হলেও তাদের ব্লগিং ফাংশন এটিকে অন্যদের চেযে আলাদা করেছে। প্রশ্নউত্তরের জন্য সেরা ব্লগিং সাইট এটি ।

উইবলি

ওয়েবসাইট : ২০০৬ সালে ব্যাপকভাবে সমৃদ্ধভাবে সাজানের উইবলি নতুনদের জন্য উইবলি তাদের কার্য্যক্রম শুরু হয় । ফেইসবুকের মাধ্যমৈ লগইন করে উইবলিতে ব্লগ তৈরী করতে পারবেন । ১০০ এর অধিক প্রফেশনাল টেম্পলেট এবং ওয়েবসাইট তৈরীর সহজ অভিজ্ঞতার কারনে এই সাইটটি আমার তালিকায় অন্যতম ওয়েবসাইট।

Post a Comment

0 Comments