ব্লগিং কী? ব্লগিং-এর মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যায়?

এটা একদম ঠিক কথা যে Blogging থেকে অর্থ উপার্জন করা যায়।

এবং এই মুহূর্তে ভারত বর্ষ সহ সারা পৃথবীতেই অনেক মানুষ ব্লগিং থেকে অর্থ উপার্জন করছেন।

এবার দেখা যাক কি ভাবে এই ব্লগিং কাজ করে এবং ব্লগিং আসলে কি জিনিষ।

Computer ekush


  • ব্লগিং আসলে হল খানিকটা ডিজিটাল নিউজ পেপার এর মত ।
  • এখানে আপনি বিভিন্ন বিষয় এর উপর কাজ করতে পারেন। মানে আপনি আপনার যে বিষয়ে দক্ষতা আছে এবং যাকে ইংলিশে niche বলে সেই পছন্দের বিষয় এর উপর কাজ করার সুযোগ পাবেন।
  • উদাহণস্বরূপ আপনি ভ্রমন, রান্না বান্না, খেলা ধুলা, বিনোনমূলক, ফাইন্যান্সের মতো দৈনন্দিন জীবনের বিষয় গুলির উপর ব্লগিং শুরু করতে পারেন।
  • যেহেতু এখন আমরা দৈনন্দিন জীবনে প্রচন্ড রকম ভাবে ভার্চুয়াল জগতের উপর নির্ভর শীল হয়ে পরছি, তাই এই মুহূর্তে ব্লগিং সত্যিই খুবই উপযোগী।
  • আমাদের আর খবরের কাগজ পড়ার অভ্যাস নেই, আমরা বিভিন্ন ব্লগিং সাইটে গিয়ে সেই বিষয় সম্পর্কে নানা রকম খবরা খবর নিতে পারি।
  • এবার দেখা যাক কি ভাবে এই ব্লগিং করতে করতে আমরা টাকা আয় করতে পারি।
  • ব্লগিং এর মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স, অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথেও যুক্ত হতে পারেন।যেখান থেকে আপনি তাদের পলিসি অনু্যায়ী কাজ করলে অর্থ উপার্জন করা যেতে পারে।
  • তবে এটা যতটা সহজ উপায় বলে মনে হয় আসলে ততটা সহজ নয়। এখানে আপনার প্রয়োজন প্রচন্ড রকম মানসিক দৃঢ়তা, একাগ্রতা, অনুশাসন, চাপ নেবার ক্ষমতা।
  • দিনের পর দিন মাসের পর মাস এরম হবে যেদিন আপনি খুব ভালো কাজ করলেন কিন্তু কোনো কারনে আপনার ব্লগ সাইটের তেমন কোনও ভিউ বা ক্লিক হয়নি। সুতরাং আপনার কাছে সেই দিন টা ব্যর্থ হলেও হাল ছাড়লে চলবেনা।
  • আবার এমন দিন আসবে যেদিন আপনি কোনো কিছু পোষ্ট লিখলেন না বা পাবলিশ করলেন না, তবুও আপনার অনেক পেজ ভিউ বা বিজ্ঞাপন বিভিন্ন পাঠক দেখার জন্য আপনার অনেক অর্থ উপার্জন হল। সেদিন সত্যিই খু্ব ভালো লাগে।
  • অবশ্য আপনাদের জানিয়ে রাখি যে ব্লগিং এর মাধ্যমে আয় কিন্তু টাকায় নয় ডলার $ এ হয়। সত্যিই ভাবতে খুব আবাক লাগে তাই না। কিন্তু এটা একেবারে সত্যি।
  • এর মধ্যে আরো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, যেগুলো আপনার ব্লগের লেখা গুলিকে একদম গুগল এর প্রথম সারিতে নিয়ে গিয়ে দেখায়। এটিকে আসলে বলে রাঙ্কিং।
  • আমি সত্যিই খুব আশাবাদী যে আগামী দিনে যত জনসংখ্যা বৃদ্ধি পাবে, এবং বেকারত্ব ও বাড়বে, ততই ইয়ং জেনারেশন ব্লগিং এ তাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করবে।
  • যে হারে ইলেকট্রনিক মিডিয়ার বৃদ্ধির হার বেরেই চলেছে, এটা বলা যেতেই পারে যে আগামী দিনে আমরা পুরো পুরি ভাবে directly অথবা পরোক্ষ ভাবে ব্লগ রিডিং এর উপড় নির্ভর হ এ পড়বো।

Post a Comment

0 Comments