কিভাবে গুগল এ আমার নাম দিয়ে সার্চ করলে আমার ছবি ফার্স্ট পেইজ এ আনতে পারি?
আপনার নাম দিয়ে সার্চ করলে গুগলে আপনার ছবি ফার্স্ট পেজে শো করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন।
- গুগল নলেজ প্যানেল
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
গুগল নলেজ প্যানেল
গুগল নলেজ প্যানেল এর জন্য আবেদন করার মাধ্যমে আপনার ছবি, নাম এবং অন্যান্য তথ্য গুগলের প্রথম পেজে আনতে পারবেন। তবে, এজন্য আপনাকে জনপ্রিয় কোনো ব্যক্তি/পাবলিক ফিগার হতে হবে। তাহলে, আবেদন করার মাধ্যমে গুগল নলেজ প্যানেল নিতে পারবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
একটি ওয়েবসাইট তৈরি করার পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার মাধ্যমে আপনার ওয়েবসাইট, নাম এবং ছবি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে পারবেন।
এই দুইটি পদ্ধতি অনুসরণ করার পর গুগলে কেউ আপনার নাম লিখে সার্চ করলে আপনার নাম এবং ছবি ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে।
0 Comments