কিভাবে আপনার ব্লগার সাইটে ভিউ বাড়াবেন?

 কিভাবে আপনার ব্লগার সাইটে ভিউ বাড়াবেন?

ক. নিশ (Niche)

প্রথমে আপনাকে এমন একটি টপিক (niche) সিলেক্ট করতে হবে যা মানুষেরা গুগোলে এসে সার্স করে এবং কম্পিটিশন কম। মানে হলো এই টপিক নিয়ে লিখালিখি কম। এটা অবশ্যই খুব একটা সহজ কাজ না, তবে বিশ্বাস করুন এই বিষয় (Niche) পছন্দের উপরই আপানার ব্লগিংয়ের সফলতা অনেকখানি নির্ভর করে। ভাবুন, আপনি এমন একটি টপিক নিয়ে লিখছেন যা কখনোই কেউ খুজেইনা অথবা এই বিষয়ে এতই বেশি পর্যালোচনা বা লিখালিখি হয়েছে যে নতুন হওয়ার কারনে আপনি সার্সে র‌্যাঙ্ক করতে পারছেন না।

খ. অন পেজ এসইও (Blogger On Page SEO)

গুগোলের সার্সে প্রথম পেজে আসার, অনেক বেশি ভিজিটর এবং অনেক বেশি ভিউ পাওয়ার আরেকটি পন্থা হচ্ছে আপনার ব্লগার সাইটটির পারফেক্ট অন পেজ এসইও। এর কিছু ধাপ হলো:

  • কিওয়ার্ড রিসার্স
  • কিওয়ার্ড রিলেটেড ডোমেইন
  • ব্লগ টাইটেলে সিলেক্টেড কিওয়ার্ড
  • ব্লগ ড্রেসক্রিপশনেও সিলেক্টেড কিওয়ার্ড রাখা
  • সকল পোষ্ট আলাদা ভাবে এসইও অপটিমাইজড্ করে পাবলিশ করাঃ
    • পোষ্ট এর জন্য কিওয়ার্ড রিসার্স
    • একটি আকর্শনীয় টাইটেল সাথে কিওয়ার্ড রাখতে হবে।
    • একই কিওয়ার্ড পোষ্টে রাখতে হবে।
    • পোষ্ট এর জন্য ছবি অপটিমাইজ করতে হবে।
    • ছবিতে Alt Tag যুক্ত করতে হবে।
  • https://computerekush.blogspot.com/

খ. অফ পেজ এসইও ( Blogger OFF Page SEO)

অফ পেজ এসইওতে অনেক কিছু্ই আছে তবে আমি আপনাকে বলব, আপনি শুধু সোস্যাল সাইট গুলো টার্গেট করেন। ভালো মতো কাজ করতে পারলে ফেসবুক, টুইটার, রেডডিট, পিন্টারেস্ট, টামব্লার ইত্যাদি থেকে অনেক অনেক ভিজিটর পেতে পারেন।

তারপরও আপনি আরও করতে পারেন আপনার রিলেটেডে ব্লগগুলোতে বল্গ কমেন্টিং, তবে এটা বেশি করতে যাবেন না এবং একই কমেন্ট সব জায়গায় করবেন না। তাহলে গুগোল আপনাকে স্পাম হিসেবে চিহ্নিত করবে।

মোটকথাঃ

কোনো ব্লগ শুরু করতে চাইলে অবশ্যই আপনাকে আগে এর একটা ছক এঁকে নিতে হবে। প্ল্যান ছাড়া আপনি বেশিদূর এগুতে পারবেন না। আর উপরোক্ত বিষয় গুলো মাথায় রেখে ব্লগে কাজ করলে অবশ্যই আপনি গুগোল থেকে অনেক অর্গানিক ভিজিটর পাবেন।

২। সাবডোমেইন থেকে কি এডসেন্স পাওয়া এবং ইনকাম করা যায় ?

বিশ্বাস করুন এই প্রশ্নটা আমার মাথায় অনেকদিন যাবৎ ঘুরপাক করেছিলো। আমি বিশ্বাসই করতাম না www,example,blogspot,com এই টাইপের সাইটে এডসেন্স এপ্রুভ হতে পারে।

তবে এখন আমি নিজেই ব্লগারের এমন সাবডোমেইন থেকে ইনকাম করি। নিজে পরিক্ষিত হয়েই আপনাকে বলছি, জী সাবডোমেইন থেকে এডসেন্স পাওয়া যায় এবং আপনি ভালো ইনকামও করতে পারেন।

এরজন্য আপনাকেঃ

  • হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে।
  • ইউনিক আর্টিকেল হতে হবে।
  • আপনার ব্লগে নিম্মোক্ত পেজ গুলো থাকতে হবেঃ
    • About US
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition

আরো জানতে গুগোল করুন এবং এডসেন্স এর Terms & Condition গুলো পড়ুন।

অনেক অনেক ভালো থাকুন আর ভালো লাগলে নিচের খালি আপভোট আইকনটিকে চাপ দিয়ে পূর্ণ করে দিন! ☺️❤️ ধন্যবাদ আবারও!

Post a Comment

0 Comments